জীবন বদলে দেওয়ার মত কিছু কথা

 জীবন বদলে দেওয়ার মত কিছু কথা:


আজ যে ঘটনাটা নিয়ে তুমি কাঁদছো, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পিছন ফিরে ঐ একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবা, তোমার আর কান্না পাচ্ছে না।


কোন কোন ক্ষেত্রে পিছনের ঐ কান্নার ঘটনার কথা মনে করলে তুমি হেসে ফেলবে আর ভাববে “কতটা বোকাই না ছিলাম!”

Work hard


তুমি বিশ্বাস করো আর নাই করো, “সময়” নামের জিনিসটা সবকিছু বদলে দেয়।


চিন্তা ভাবনা, দুঃখ-কষ্ট, ভালোবাসা সবকিছু বদলে দেয়, তোমার ভেতরটাকে সে নতুন করে সাজায়!


আজ তোমার কাছে যেটা অনেক বেশি “মূল্যবান”, কালবা পরশু ঐটাই “মূল্যহীন” হয়ে যেতে পারে।


আমাকে অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করে, আমি অমুক এর থেকে কষ্ট পেয়েছি ভুলতে পারছি না আমার আর বাঁচতে ইচ্ছে করে না, ডিপ্রেসড লাগে, আমি কি করবো


✓ আমি সবাইকেই বলি, “TIME is a Great HEALER !!”


সময় সব ক্ষত সারিয়ে দেয়, সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে। সময় নাও।


ছোটবেলায় একটা খেলনা ভেঙ্গেছিলো দেখে চিৎকার করে কান্নাকাটি করেছো, এখন ঐ খেলনার কোন মূল্য আছে!?


ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কেঁদেছো!


এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করো, তাই না?


আগের মত কি আর কাঁদো তুমি? না তো!


সময় নাও, সব রোগের ওষুধ হলো সময় নেয়া।


তোমাকে কেউ কষ্ট দিয়েছে?


একটু সময় নিয়ে কষ্ট সহ্য করো, এক সময় হয় কষ্টটা ভুলে যাবে অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা তুমি এই কষ্টটার কথা মনে করে হাসবে!


চোখ থেকে না হয় দু ফোঁটা অশ্রু পড়লোই, হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা স্পর্শ না করে, হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলো, ট্রাস্ট মি, সব বদলে যাবে এক সময়।


একটাবার পিছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করো, সময় নাও মরলেই তো সব শেষ! টিকে থাকো! দেখোই না কি হয়.........🙂

Post a Comment

0 Comments