কিছু অবাক করার মতো তথ্য

 কিছু অবাক করার মতো তথ্যঃ --- 




1. মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চুড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন।

2. যে শিশুরা ছোটবেলায় খুব মিথ্যা কথা বলে, বড় হলে সফল পেশাদার হয়।

3. 2013 সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে।

4. মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়।

5. মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শানুভূতি এবং সবশেষে যায় শ্রবণানুভূতি।

6. চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে।

7. ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে । তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা 11 শতাংশ।

8. মেয়েরা নীল রংএর শোওয়ার ঘর পছন্দ করে এবং পুরুষরা সাদা।

9. একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া।

10. যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে । কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।

11. মেয়েরা যতো মেধাবী হবে ততো প্রজননে অক্ষম হবে।

12. কোনো ভীড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুইটি মুখমন্ডলের উপর দৃষ্টিপাত করতে পারি।

13. আজথেকে একশত বছর পরে ফেসবুকে প্রায় 91 কোটি 60 লক্ষ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে।

14. 96 শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইলফোনটা চেক করে।


-----------



Post a Comment

0 Comments